চীন ও তাইওয়ানের মালিকানাধীন কোম্পানী ৬০ লাক্ষ মার্কিন ডলার বিনিয়োগ করবে।
কোম্পানিটি বছরে ৩০ লাক্ষ ৮০ হাজার পিস ব্যাগ, জ্যাকেট, জামা, প্যান্ট, শর্টস, ট্রাউজার,
হ্যাট, স্কার্ট, ভেষ্ট ও মোজা উৎপাদন করবে এতে করে হাজার হাজার বাংলাদেশির কর্মসংস্থান
হবে।
বেপজার সদস্য (বিনিয়োগ-উন্নয়ন) আলী রেজা মজিদ ও এইচজেড আউটডোরের মহাব্যবস্থাপক
রবার্টো হারিওনো গো চুক্তিতে সই করেন।
©Textile Worldwide24
No comments:
Post a Comment