সিভি/রিজিউমির ভুলগুলো - Textile Worldwide24

Textile Worldwide24 Magazine is working lot of things in that innovation, research, education, news, trade etc. We are working to spread out knowledge.

Recent Post

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, August 15, 2023

সিভি/রিজিউমির ভুলগুলো

 

সিভি/রিজিউমি ক্ষেএে প্রচলিত ভুলগুলো  


সিভি/রিজিউমি লেখার ক্ষেএে খুবই পুরানো ফর্মেট ব্যবহার করা।


অনেকে সিভি/রিজিউমি লেখার ক্ষেএে খুবই পুরানো ফর্মেট ব্যবহার করে এর ফলে অনেক সময় সিভি/রিজিউমি প্রথম বাছাই পর্বেই বাদ পড়ে যায়। সকল কোম্পানি সেরা ব্যাক্তিকে তাদের কোম্পানিতে নিয়োগ দিতে চায়। যেহেতু নিয়োগকর্তারা আপনাকে দেখেনা, আপনার সিভি/রিজিউমি দেখে ফলে আপনার সিভি/রিজিউমি তেমনি তৈরি করতে হবে।













সিভি/রিজিউমি সম্পূর্ণ লেখার ক্ষেএে আলাদা আলাদা লিখার ফ্রন্ট ব্যবহার করা।

একাধিক লিখার ফ্রন্ট ব্যবহার করার ফলে নিয়োগকর্তারা বিরক্ত হন। একাধিক লিখার ফ্রন্ট ব্যবহারের ফলে সিভি/রিজিউমি মান থাকে না।

 

সিভি/রিজিউমি মার্জিত ছবি ব্যবহার করা, পুরো শরীলের ছবি ব্যবহার না করা।

সিভি/রিজিউমির ক্ষেএে অনেকে ফেসবুকের ছবি দিয়ে থাকে, এই বিষয়টা পরিহার করতে হবে। অনেকে পুরো বডির/শরীলের ছবি দিয়ে থাকে ও বিভিন্ন সামাজিক মাধ্যমের ছবি দিয়ে থাকে এই গুলো পরিহার করতে হবে।

 

সিভি/রিজিউমি ফর্মাল পোষাক পরিধান না করে ছবি তোলা।

যেকোনো পোষাক পরিধান করে ছবি তুলা যাবে না। ছবি মধ্যে অফিশিয়াল ভাব জেনো থাকে।

 

সিভি/রিজিউমি ক্ষেএে বড় আরেকটি ভুল হলো বানান ভুল করা ও বাক্য গঠন ভুল করা।

এই ক্ষেএে আমাদের আরো বেশি সর্তক থাকতে হবে। এই ভুলের কারনে নিয়োগকর্তার মধ্যে আবেদনকারী সম্পর্কে বড় ধরনের বিরুপ ধারনা/খারাপ ধারণা তৈরি হয়। পরে কোনো নিয়োগের ক্ষেএে এই আবেদনকারীকে ডাকার সম্ভাবনা থাকে না।

 

সিভি/রিজিউমি অনেক অপ্রয়োজনই তথ্য দেওয়া।

অপ্রয়োজনই তথ্য সিভি/রিজিউমিকে গুরুত্বহীন করে তোলে। এর ফলে গুরুত্বপূর্ণ কিছু থাকলে আড়ালে পড়ে যায়।  

 

 

 

অনেক বড় সিভি/রিজিউমি তৈরি করা

ফ্রেসারদের/নবীনদের ১/২ পেইজের সিভি/রিজিউমি তৈরি করা। বাংলাদেশের ক্ষেএে দুই পেইজ উওম। 

 

ভুল তথ্য দেওয়া

 

 

চাকরির ধরণ অনুযায়ী সিভি/রিজিউমি না সাজানো

অনেকে রয়েছে প্রথম যে সিভি/রিজিউমি তৈরি করে একটি নির্দিষ্টি ধরণের চাকরির জন্য , পরবর্তীতে একই সিভি/রিজিউমি ভিন্ন ধরণের চাকরির ক্ষেএে ব্যবহার করে থাকে  এটি একটি বড় ধরণের ভুল।

 

ভুল যোগাযোগের ঠিকানা প্রদান করা (ফোন, ই-মেইল ইত্যাদি)    

 

 

ই-মেইল নামটা নিজের নামে না করে, উল্টা-পাল্টা ই-মেইল নাম ব্যবহার করা। 


©টেক্সটাইল ওয়ার্ল্ডওয়াইড২৪

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here