আবুবকর মিয়া(আপন),প্রিন্টিং ম্যানেজার |
মৌলিক চাহিদার অন্যতম হলো বস্ত্র আর এইজন্য বস্তের
চাহিদা ছিল, আছে এবং থাকবে । পুরো বিশ্বে বস্ত্রর চাহিদা আছে এইটা পড়া অপ্রয়োজনীয় কর
কিছু না। বাংলাদেশর আয়তন হিসাবে জনবহুল দেশ এখানে প্রতিযোগিতাও বেশি সকল ক্ষেএে। আমাদের
শিক্ষাব্যবস্তায় সাধারণ ও টেকনিক্যাল শিক্ষায় মানুষ রয়েছে ( টেক্সটাইল, কম্পিউটার সায়েন্স,
ফার্মেসি ইত্যাদি ) তারমধো টেক্সটাইলের চাকরির বাজার অন্য সবগুলোর চাকরির বাজারের চেয়ে
অনেক বড়, কারণ তৈরি পোষাক রপ্তানির দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় ।
টেক্সটাইল নিয়ে পড়া-লিখা করলেই আমাকে গার্মেন্টসের চাকরি করতে হবে ( যেমনঃ গার্মেন্টস কর্মীর জীবনের মতো ) ?
আমি নিজেই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি । ব্রিটিশ
সময়কালে অনেক মানুষ তাঁত শিল্পের সাথে জড়িত ছিলো তখন এই শিল্পের সাথে জড়িত মানুষদের
নিচু চোখে দেখা হইতো, সেই মন-মানসিকতা থেকে অনেকে জ্ঞানের অভাবে নিচু চোখে দেখে থাকে।
টেক্সটাইলের চাকরি মানে গার্মেন্টসের চাকরি নয়।
টেক্সটাইলের চাকরি শুধু কষ্ট ও কোনো ধরনের তেমন
বেতন-ভাতা নেই ( যা আছে নামকা অস্তে/ খুবই নগণ্য ) ?
শুরুতে বেশিরভাগ কোম্পানি কম বেতন দিয়ে থাকে।
আমার অভিজ্ঞতা থেকে বলি অনেক লম্বা সময় আমাকে ডিউটি করতে হয়েছে সেই তুলনায় পরিবার নিয়ে
চলার মতো আমি বেতন পাইনি কারণ ( সাধারণ শিক্ষায় শিক্ষিত ছেলেদেরকে আট/নয়/দশ হাজার টাকায়
কাজ করাতে পারছে ,সেই স্থানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের একই বেতনে কাজ করাচ্ছে এবং আমাদের
শিক্ষার পাঠ্যক্রম বাস্তব সম্মত না, সব স্থানে থেওরিটিক্যাল এবং ব্যবহারিক মধ্যে আমাদের
সংযোগ হচ্ছে না, নামে মাএ ল্যাব রয়েছে যা অনেক বিশ্ববিদ্যালয়েও নেই , ইর্টানে ফলোআপ
না থাকায় , সঠিকভাবে ইর্টান সম্পাদন না হওয়ার কারনে অনেকের জ্ঞানের ঘাটতি থেকে যায়
) এসব কারণে শুরুতে বেশিরভাগ কোম্পানি কম বেতন দিয়ে থাকে।
এক বা দুই বছর লেগে থাকলে তখন থিওরিটিক্যাল ও
ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ে ভালো পরিমাণে বেতন হয়ে থাকে , আমার ক্ষেএে আমি যে বেতনে
শুরু করেছিলাম তার দুই বছর পর আমার বেতন দেড় গুণ বেড়ে গেছে । সাধারণত পরিস্থিতি এমনি
হয়ে থাকে।
টেক্সটাইলে চাকরি করে অশিক্ষিত লোকজন এবং শিক্ষিত
লোকজন করে, তেমন না খুবই অল্প ?
এখন কথাটি সত্য না, বুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স
ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাএরা চাকরি করছে এবং নেতৃত্ব
দিচ্ছে।
টেক্সটাইলে কাজ করার মতো কি তেমন কিছু আছে (সৃজনশীলতা) শুধু সেলাই আর কিছু না ?
🅒Textile Worldwide24
No comments:
Post a Comment