আইএলও সাথে বিকেএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর - Textile Worldwide24

Textile Worldwide24 Magazine is working lot of things in that innovation, research, education, news, trade etc. We are working to spread out knowledge.

Recent Post

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 20, 2022

আইএলও সাথে বিকেএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর



যেসব বিষয়ে বিকেএমইএ সাথে সমঝোতা হয়েছে নিম্নে তুলে ধরা হলো

"নীটওয়্যার কারখানায় কর্মরত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে একসাথে কাজ করবে বিকেএমইএ ও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। এ লক্ষ্যে ৯ জানুয়ারি ২০২২ তারিখে বিকেএমইএ ঢাকা কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


বিকেএমইএ’র পক্ষে সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ ও সহ-সভাপতি ফজলে শামীম এহসান এবং আইএলও’র পক্ষে কান্ট্রি ডিরেক্টর তুমো পটেনিয়াইনেন ও আইএলও’র সেফটি বিশেষজ্ঞ মরিস এল ব্রæকস সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এছাড়া বিকেএমইএ পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে পরিচালক মোস্তফা মনোয়ার ভ‚ইয়াঁ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সমঝোতা স্মারক অনুযায়ী ন্যাশনাল ইনিশিয়েটিভের অন্তর্ভুক্ত বিকেএমইএ’র ৫০ টি সদস্য কারখানার শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে এই প্রকল্প। এ লক্ষ্যে গঠিত সেফটি কমিটিগুলোকে পোশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়গুলো চর্চা করা, ঝুঁকি ও দুর্ঘটনা হ্রাস এবং করোনা মহামারী প্রেক্ষাপটে করণীয় বিষয়গুলোসহ গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে এই প্রকল্প।


অনুষ্ঠানে বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ বলেন, এই প্রকল্প নীটওয়্যার কারখানার উৎপাদনশীলতা ও শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বৃদ্ধিতে দৃঢ় ভ‚মিকা পালন করবে। যা জাতীয় উন্নয়ন ও উৎপাদনে সহায়ক হবে বলে আমি মনে করি।


আইএলও কান্ট্রি ডিরেক্টর তুমো পটেনিয়াইনেন প্রকল্পটিকে মাইল ফলক হিসেবে উল্লেখ করে বলেন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিকে বাংলাদেশে গুরুত্বপূর্ণ করে তুলেছে এই প্রকল্প। যেহেতু শ্রমিকের সাথে উৎপাদনের সরাসরি সম্পর্ক রয়েছে তাই তাদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিৎ।


অনুষ্ঠানে বিকেএমইএ এবং আইএলও’র উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।"  

©Textile Worldwide24

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here