গ্যাস সংকটে মির্জাপুরের শিল্পকারখানা - Textile Worldwide24

Textile Worldwide24 Magazine is working lot of things in that innovation, research, education, news, trade etc. We are working to spread out knowledge.

Recent Post

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 15, 2022

গ্যাস সংকটে মির্জাপুরের শিল্পকারখানা


“টাঙ্গাইলের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান কমফিট কম্পোজিট নিটের কারখানায়ও একই অবস্থা। কারখানাটির উপমহাব্যবস্থাপক (ডায়িং অ্যান্ড ফিনিশিং) মো.আবদুল বাসিত বলেন, গত ১২ দিন ধরে কারখানায় গ্যাস–সংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে আগে দিনে যেখানে ৪৫ টন কাপড় তৈরি হতো, সেখানে এখন তৈরি হচ্ছে গড়ে ৫ থেকে ৭ টন কাপড়। এ অবস্থা আরও কয়েক দিন চললে উৎপাদন বন্ধ করে দিতে হবে। দেখা যায়, পোশাক কারখানার সবগুলো যন্ত্রই বন্ধ। শ্রমিকেরা যে যার মতো গল্প-গুজব করে অলস সময় পার করছেন।

 

কারখানাটির পোশাক ইউনিটের সুপারভাইজার মো.সুজন মিয়া জানান, শ্রমিকেরা প্রতিদিনই সময় মতো কাজে আসছেন। কিন্তু গ্যাস নেই বলে কাজ বন্ধ। তাই বেশির ভাগ শ্রমিক অলস সময় কাটাচ্ছেন।

প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক অমল কৃষ্ণ সরকার বলেন, ‘গত ২৩ তারিখ বিকেল থেকে হঠাৎ গ্যাস জিরো পিএসআইয়ের কাছাকাছি চলে আসে। তিতাসের সঙ্গে আমাদের চুক্তি ১০ পিএসআই গ্যাস সরবরাহের। কিন্তু সেখানে এক, দেড় কিংবা দুই পিএসআই গ্যাস পাওয়া যাচ্ছে।’

 

মির্জাপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী ইন্ডাস্ট্রিজ ফোরামের সভাপতি ও উত্তরা স্পিনিং মিলসের প্রকল্প পরিচালক বিধান সরকার বলেন, গোড়াই শিল্পাঞ্চলে সুতা ও পোশাকের প্রায় ২০টি কারখানায় ৫০ হাজার শ্রমিক কাজ করেন। গ্যাস–সংকটের দ্রুত সমাধান না হলে অনেক কারখানা বন্ধ করে দিতে হবে। তাতে অনেক শ্রমিক বেকার হবেন। এতে দেশের পোশাকশিল্পের ওপরও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।

 

তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির টাঙ্গাইলের সহকারী ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বলেন, ‘গ্যাসের স্বল্পতার কারণে সরকার রেশনিং পদ্ধতিতে গ্যাস সরবরাহ করছে। এতে কোনো স্থানে একসময় চাপ কমে যাচ্ছে। একসময় ঠিক হচ্ছে। এ নিয়ে আমাদের তেমন কিছু করার নেই।’”

সূএঃ প্রথম-আলো

©Textile Worldwide24

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here